নিষেধাজ্ঞা উপেক্ষা করে দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ
চীনের হুঁশিয়ারি উপেক্ষা করে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমায় যুদ্ধজাহাজ পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সাগরটিতে কৃত্রিম দ্বীপের আশেপাশে ১২ নটিক্যাল মাইলের মধ্যে অন্য কোনো দেশের সামরিক উপস্থিতির ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছিল চীন। মঙ্গলবার এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এখবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
খবরে বলা হয়, স্প্রাটলি দ্বীপপুঞ্জের সুবি ও মিসচিফের কাছাকাছি ইউএসএস ল্যাসেন নামের এক ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী নৌযান পাঠানো হয়েছে। এটি চীনের তৈরি কৃত্রিম দ্বীপ থেকে ১২ নটিক্যাল মাইলের মধ্যে অবস্থান করছে। কয়েক ঘন্টার মধ্যেই এ অভিযান শেষ হবে।
এদিকে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, ১২ নটিক্যাল মাইলের মধ্যে কোনো মার্কিন জাহাজ প্রবেশ করছে কিনা তা যাচাই করা হচ্ছে। যদি ঘটনা সত্য হয়, তাহলে বিষয়টি নিয়ে আবারও ভাবতে বলবো যুক্তরাষ্ট্রকে।
মন্তব্য চালু নেই