নিলয় হত্যা : নাহিয়ান ও মাসুদ ৮ দিনের রিমান্ডে

ব্লগার নিলয় নীল হত্যার ঘটনায় গ্রেফতার শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর ভাতিজা সাদ আল নাহিয়ান ও মাসুদ রানার বিরুদ্ধে আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তাদের শুক্রবার আদালতে হাজির করে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে ও মামলা সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক শেখ মাহমুদুর রহমান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোল্লা সাইফুল আলম এ রিমান্ড মঞ্জুর করেন।

নাহিয়ানকে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরা থেকে এবং মাসুদ রানাকে মিরপুরের কালশী থেকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

২০১৫ সালের ৭ আগস্ট রাজধানীর গোড়ানে বাসায় ঢুকে নীলাদ্রি চট্টোপাধ্যায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিলয়ের স্ত্রী আশামনি অজ্ঞাত চারজনকে আসামি করে ওই দিন খিলগাঁও থানায় মামলা করেন।



মন্তব্য চালু নেই