৩০ কোটি টাকা মূল্যের ৬১ কেজি স্বর্ণ উদ্ধার

নির্বিঘ্নে পাচারে ২ ঘণ্টা আগে বিমানের ল্যান্ডিং

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবার ৩০ কোটি টাকা মূল্যের ৬১ কেজি ১৪৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। নির্বিঘ্নে বিপুল অংকের এ স্বর্ণ পাচারের উদ্দেশে রাঙ্গা প্রভাতের বিজি-০৪৮ ফ্লাইটটি নির্ধারিত সময়ের দুই ঘণ্টা ১০ মিনিটে আগে শাহজালাল বিমানবন্দরে অবতরণ (ল্যান্ডিং) করে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান সোমবার দুপুরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

উদ্ধার করা স্বর্ণের মধ্যে রয়েছে- চেইন ১১৪ পিস, এক কেজি ওজনের বার চারটি, ১০ তোলা ওজনের বার ৪৮১টি।

এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান জানান, রাঙ্গা প্রভাতের বিজি-০৪৮ ফ্লাইটটি দুবাই থেকে প্রথমে চট্টগ্রামের শাহপরাণ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে শাহজালালে সোমবার সকাল সাড়ে ১০টায় অবতরণ করার কথা ছিল। কিন্তু বিমানটি শাহজালালে দুই ঘন্টা ১০ মিনিট আগে সকাল ৮টা ২০ মিনিটে অবতরণ করে।

তিনি আরও জানান, নির্বিঘ্নে চোরাচালানের উদ্দেশে বিমানটি শাহজালালে নির্দিষ্ট সময়ের আগে অবতরণ করানো হয়।

এনবিআর চেয়ারম্যান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক বিভাগের কর্মকর্তারা আগে থেকেই বিমানবন্দরে সতর্কাবস্থা গ্রহণ করেন। বিমানটি অবতরণের পর কার্গো বিল্ডিংয়ে বিপরীত অবস্থিত ‘বে এরিয়া’য় তল্লাশি চালানো হয়। সেখানকার একটি টয়লেটের কমোডের ভেতর থেকে কালো কাপড়ে পেঁচানো অবস্থায় স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

ওই ঘটনায় কাউকে আটক করা না গেলেও দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান মুজিবুর রহমান।



মন্তব্য চালু নেই