নির্বাচনে জিতলে দুই টাকা কেজিতে চাল !
নির্বাচনে জিতলে প্রতি সপ্তাহে প্রতিটি গরিব পরিবারকে ২ টাকা কেজি দরে ৩৫ কেজি চাল অথবা আটা দেওয়া হবে। ভারতের আসন্ন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের খসড়া ইশতেহার প্রকাশ করে এ কথা জানিয়েছে বামফ্রন্ট।
বামফ্রন্টের ইশতেহারে আরো বলা হয়, খাদ্য সুরক্ষায় গুরুত্ব দেওয়া হবে। রেশন ব্যবস্থা সর্বজনীন করা হবে। বাজারের চেয়ে কম দামে সরবরাহ করা হবে ডাল, চিনি, ভোজ্য তেল এবং কেরোসিন।
বামফ্রন্টের এক শীর্ষনেতার বরাত দিয়ে জিনিউজ জানিয়েছে, গরিবের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় ফিরতে চাইছে বামফ্রন্ট। ২০ বছরের বেশি সময় যাঁরা শহরাঞ্চলে বাস করছেন, এমন গরিব পরিবারকে এক টাকার বিনিময়ে জমিতে ৯৯ বছরের লিজ দেওয়া হবে বলে জানানো হয়েছে ইশতেহারে।
বামফ্রন্টের ওয়েবসাইটে এই খসড়া ইশতেহার প্রকাশ করা হয়েছে। সাধারণ মানুষ তাঁদের আপত্তি বা পরিবর্তনের কথা জানাতে পারবেন। তা গ্রহণ-বর্জনের মাধ্যমে চূড়ান্ত করা হবে ইশতেহার।
মন্তব্য চালু নেই