নিরাপদে ক্লাস পরীক্ষা দেওয়ার দাবিতে আটঘরিয়ায় মানববন্ধন

শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধ ও নিরাপদে ক্লাস পরীক্ষা দেওয়ার দাবিতে পাবনার আটঘরিয়ায় মানববন্ধন কর্মসূচী পালন করেছেন বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

শনিবার দুপুর ১২টার দিকে আটঘরিয়ার দেবোত্তর ডিগ্রি কলেজের উদ্যোগে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কলেজের সামনে মানববন্ধনে অংশ নেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আয়োজিত মানববন্ধন থেকে শিক্ষক শিক্ষার্থীরা সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে শঙ্কামুক্ত জীবন নিশ্চিতের দাবি জানান। একইসাথে নিরাপদে ক্লাস-পরীক্ষা দেওয়ার দাবি করেন তারা।

মানববন্ধনে অংশ নেয় ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: সাইদুর রহমান, উপাধ্যক্ষ রফিকুল ইসলাম হেলাল, সহকারী অ্যাপক নীহার আফরোজ, আব্দস সালাম আজাদ, সঞ্জয় কুমার সরকার, প্রভাষক ইমদাদুল হক, আব্দুস সামাদ, আবুল কালাম আজাদ, ইমরুল কায়েস, মেরিনা হোসেন, নীলুফার ইয়াসমীন, আফরোজা খাতুন, ফিরোজা, সুলতানা সাহানা চৌধুরী, পারভীন আক্তার, মুসলিমা পারভীন, মাহমুদা খানম, রহিমা খাতুন প্রমুখ।



মন্তব্য চালু নেই