নিজ দলের নেতাদের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ ঘোষণা!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার তার নিজের দল রিপাবলিকান পার্টির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। দলের কয়েক ডজন কংগ্রেসম্যানের বিরোধিতায় নিজের প্রণীত স্বাস্থ্য বিল পাস করাতে ব্যর্থ হয়েছেন ট্রাম্প। তারই জেরে পাল্টা প্রতিরোধের ঘোষণা দিয়েছেন তিনি। ২০১৮ সালের নির্বাচনে এই সব রিপাবলিকান নেতাদের ভোট না দিতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খবর বিবিসির।
ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যনীতি (ওবামাকেয়ার) বাতিল করে নতুন নীতি দ্য আমেরিকান হেলথ কেয়ার অ্যাক্ট চালু করতে চেয়েছিলেন। কিন্তু হোয়াইট হাউসে তার চূড়ান্ত করা সেই নীতি কংগ্রেসে বিরোধিতার মুখে পড়বে এই বিষয়ে তিনি আগে থেকেই ধারণা করতে পেরেছিলেন।
দ্য আমেরিকান হেলথ কেয়ার অ্যাক্ট পাস করাতে সহযোগিতা না করলে হাউস ফ্রিডম ককাসের প্রধান মার্ক মিডোসকে ‘দেখে নিবেন’ বলে হুমকি দেন ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসার অবশ্য ট্রাম্পের সেই কথার ব্যাখায় বলেছিলেন, প্রেসিডেন্ট কৌতুক করেছেন।
যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেনটেটিভের রিপাবলিকান সদস্যদের নিয়ে ফ্রিডম ককাস গঠিত। এই সদস্যরাই গত সপ্তাহে ট্রাম্পের স্বাস্থ্য বিল পাসের বিরোধিতা করেন। প্রয়োজনীয় সমর্থনের অভাবে শেষ মুহূর্তে বিলটি প্রত্যাহার করে নেয়া হয়।
বৃহস্পতিবার এক টুইটার পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ফ্রিডম ককাস রিপাবলিকান দলের সব এজেন্ডাকেই বাধাগ্রস্ত করবে। তারা টিম স্পিরিট নিয়ে দ্রুত সাড়া দিচ্ছে না। ২০১৮ সালের নির্বাচনে ডেমোক্রেটদের পাশাপাশি এদের (ককাস) বিরুদ্ধেও লড়তে হবে। ’
তবে স্বাস্থ্য বিল প্রত্যাহারের পরপরই ডেমোক্রেটদের দোষারোপ করে ট্রাম্প বলেছিলেন, ‘আমরা এ প্রস্তাবের পক্ষে একজন ডেমোক্রেট আইনপ্রণেতারও সমর্থন পাইনি। এ জন্য আমরা সামান্য হলেও লজ্জিত। তাই প্রস্তাবটি প্রত্যাহার করে নেয়া হয়েছে। আমরা এ থেকে শিক্ষা নিয়েছি। আনুগত্যের শিক্ষা পেয়েছি। ’
তিনি আরও বলেন, ‘আমাদের আরও কিছু দিন ওবামাকেয়ার চালিয়ে যেতে হবে। ডেমোক্রেটরা যদি সভ্য হতে পারে, তারা যদি আমাদের সঙ্গে আসে, তাহলে দুই দল মিলে অসাধারণ একটা স্বাস্থ্যসেবা বিল আমরা দিতে পারব। ’
মন্তব্য চালু নেই