নিজের মেয়েকে ধর্ষণ করতে প্রেমিককে সহায়তা করল মা! অতঃপর…
যুক্তরাষ্ট্রের ওহিওতে নিজ মেয়েকে ধর্ষণে সহায়তার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড পেলেন মা। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি মেয়েকে ধর্ষণ করতে তার প্রেমিক জন কার্স্কিকে সহায়তা করেছিলেন।
ইতোমধ্যে জন তার সাজা ভোগ করছেন। এবার অভিযুক্ত হলেন জেনি মা কার্পেন্টার নামের সেই নারী। তবে মেয়েকে ঠিক কতবার ধর্ষণ করা হয়েছে বা কবে থেকে এই নির্যাতন শুরু হয়েছে সেই ধারণা ছিল না।
তবে এটা নিশ্চিত যে কয়েকবার এই ধর্ষণ সংগঠিত হয়। রাজ্যের আইনজীবী ড্যান ড্রাই বলেন, ‘ধর্ষণের শিকার মেয়েটি তার এক আত্মীয়কে জানিয়েছিল যে তার মায়ের প্রেমিক তাকে কয়েকবার ধর্ষণ করেছে।’
এছাড়া এর মধ্যে অন্তত একবার ধর্ষণে মেয়েটির মা সাহায্য করেছে বলেও জানান তিনি।
আরে আগে নভেম্বরে জনকেও যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এই মামলাটিকে প্রকৃতির বিরোধী বলে মন্তব্য করেছিন বিচারপতি ফ্রাঙ্ক ফ্রেগিয়াটো। তিনি বলেন, ’১২ বছরের একটি মেয়ে যদি তার মা-কেই বিশ্বাস করতে না পারে তাহলে সে পৃথিবীতে কাকে বিশ্বাস করবে। সে নিশ্চয়িই ধারণাও করেনি যে তার মা তাকে ধর্ষণে সাহায্য করতে পারে।’
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট
মন্তব্য চালু নেই