নিজের বয়স বাড়িয়ে বলে প্রিন্স জর্জ!
বাচ্চারা সবসময়ই নিজের বয়স একটু বাড়িয়ে বলতে চায়। কোনোভাবেই ছোট থাকতে চায় না তারা। বড় হওয়ার একটু বেশি তাড়া সব শিশুর মধ্যেই থাকে। বোধহয় এর ব্যতিক্রম নয় প্রিন্স জর্জও। আজকাল নিজের বয়স নিয়ে বোধহয় হাঁফিয়েই উঠেছে দু বছরের শিশুটি। আর তাই নিজের বয়স বাড়িয়ে তিন বছর বলতেই বেশি পছন্দ করছে ব্রিটিশ সিংহাসনের এ উত্তরাধিকারী।
সম্প্রতি বয়স বাড়িয়ে বলার কাণ্ডটি করে প্রিন্স জর্জ। দুই বছর বয়সী শিশু ফ্রেডি উইলসনকে জর্জের মা কেট মিডলটন জিজ্ঞেস করেন তার বয়স কত। জবাবে সে জানায় তিন বছর। সাথে সাথে শুধরে দেন তার মা ম্যাক্সওয়েল। বলেন, আসলে ওর বয়স দু বছর। আর তখনই নিজের বয়সটা বাড়িয়ে ফেলে জর্জ। বলে ফ্রেডির চেয়ে বয়সে বড় সে।
মন্তব্য চালু নেই