নিজামীর মরদেহ পাকিস্তানে পাঠানোর দাবি

ফাঁসি কার্যকর হওয়ার পর মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আল বদর প্রধান মতিউর রহমান নিজামীর মরদেহ পাকিস্তানে পাঠানোর দাবি জানিয়েছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ)। এই দাবিতে বুধবার সকাল সাড়ে ১০টায় মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে তারা।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে সংগঠনটির সভাপতি কবীর চৌধুরি বলেন, জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

ওই মানববন্ধনে স্বাধীনতার পক্ষের সকল সংগঠন, ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।



মন্তব্য চালু নেই