নিজামীর জন্য এরদোগানের কান্না : বিশ্বব্যাপী মানুষের ধিক্কার

বাংলাদেশে ১৯৭১ সালের যুদ্ধাপরাধী, জামায়াতের নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির আগে ও পরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের দুঃখ প্রকাশ এবং মায়াকান্নার প্রতিবাদে সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম।

ফেসবুক ও টুইটারে সমালোচনার ঝড় বয়ে গেছে। এরদোগানকে নিয়ে বলা হচ্ছে, `এরদোগান সাপোর্টস জেনোসাইড` অর্থাৎ এরদোগান গণহত্যার সমর্থনকারী। এক টুইটারে এই শিরোনামে একটি পোস্ট করা হলে তা রিটুইট করেছে ৫ কোটিরও বেশি টুইটার ব্যবহারকারী।

অনেকেই সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, নিজামীর জন্য দুঃখ প্রকাশ করে গণহত্যাকে সমর্থন করেছেন এরদোগান।

এ সম্পর্কে বাংলাদেশের গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার তার ফেসবুক পেজে লিখেছেন, সাবাশ! এক দিনের কম সময়ে ErdoganSupportsGenocide ক্যাম্পেইন টুইটারে ৫ মিলিয়নের বেশী মানুষের কাছে পৌঁছে গেছে।

গণহত্যাকারীর পক্ষ নেয়ায় তুরস্কসহ বিশ্বব্যাপী এরদোগানের প্রতি মানুষের ধিক্কার। সাবাশ বাংলাদেশ। এরদোগান সম্পর্কে এমনটাই মন্তব্য করেছেন তিনি।



মন্তব্য চালু নেই