নিউইয়র্কে বিস্ফোরণের ৩ দিন পর লাশ উদ্ধার

নিউইয়র্কে গ্যাস বিস্ফোরণের তিনদিন পর রোববার ধ্বংসস্তূপ থেকে দুটি মৃতদেহ উদ্দার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২২ জন। এদের মধ্যে চারজনের অবস্তা গুরুতর।

বৃহস্পতিবার শহরের ম্যানহাটানের পূর্বাঞ্চলীয় এলাকায় ওই বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে বিবিসি জানিয়েছে। এতে তিনটি ভবন বিধ্বস্ত হয়। এছাড়া এই দুর্ঘটনায় বাস্তুচ্যূত হয়েছেন ওই ভবন তিনটির ১৪৪টি অ্যাপার্টমেন্টের বাসিন্দারা। বিস্ফোরণের পর আশপাশের আরো ১১টি ভবন থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়।

এ ঘটনার তিনদিন পর ম্যানহাটানের ওই ধ্বংসস্তূপ থেকে নিকোলাস ফিগুয়েরো এবং মোসেস লুকন নামে দুই জনের লাশ উদ্ধার করেছে দমকলকর্মীরা। ঘটনার দিন ওই দুই ব্যক্তি ঘটনাস্থল সংলগ্ন একটি রেস্টুরেন্টে ছিলেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার বিস্ফেরণের পর থেকেই তারা নিখোঁজ ছিলেন।

ধ্বংসস্তূপে আরো কোনো মৃতদেহ রয়েছে কীনা তা খুঁজে বের করতে এখনো তল্লাশি চলছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার ওই দুর্ঘটনার মাত্র এক ঘণ্টা আগেই ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন গ্যাস বিভাগের ইন্সপেক্টররা। তারা ক্রুটিযুক্ত ভবনটির গ্যাস লাইনটি আর ব্যবহৃত হচ্ছে না বলে নিশ্চিত হওয়ার পর ঘটনাস্থল ত্যাগ করেন।



মন্তব্য চালু নেই