নিউইয়র্কে বিমানে ডলার চুরি, বাংলাদেশী বৃদ্ধা গ্রেফতার
নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে এক যাত্রীর ডলার চুরির অভিযোগে গ্রেফতার হয়েছেন এক বাংলাদেশী বৃদ্ধা।
৬১ বছর বয়সী ওই বাংলাদেশী বৃদ্ধার নাম নাদিরা মালিক। যে ব্যক্তির ডলার চুরি হয়েছিল তিনি ৬০ বছর বয়সী এক চীনা বৃদ্ধ।
গত রোববার সকালে নিউইয়র্ক থেকে দুবাইগামী এয়ার এমিরেটসের ইকে২০৪ ফ্লাইটে এ ঘটনা ঘটে।
চীনা বৃদ্ধ হেঁটে বিমানবন্দরের চেকপয়েন্ট অতিক্রম করার আগে একটি প্লাস্টিকের বাক্সে চার হাজার তিনশ’ ডলার এবং ১৩শ’ ডলার সমমূল্যের চীনা ইউয়ান রাখেন। কিছুক্ষণ পরে তিনি বাক্সে গচ্ছিত অর্থ না দেখে বিমানবন্দর পুলিশকে জানান।
অভিযোগ পাওয়ার পর পুলিশ সিসিটিভি ফুটেজে দেখতে পায়, সকাল ১০টা ২০ মিনিটের দিকে নাদিরা মালিক ওই ব্যক্তির অর্থ চুরি করে একটি চিয়ারিয়সের (চিপস) বাক্সে ভরে তার সঙ্গে থাকা হাতব্যাগে লুকিয়ে রাখছেন।
এরপর নির্ধারিত সাড়ে ১১টায় ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ আগে ৪৭ নম্বর সারির আসনের যাত্রী নাদিরা মালিককে নামিয়ে আনেন।
এরপর পুলিশ জিজ্ঞাসাবাদকালে নাদিরা মালিক শুরু চুরি করা ডলার ফেরত দেয়ার কথা বলেন।
বিমানবন্দর পুলিশের মুখপাত্র জোসেফ পেন্টানগেলো জানিয়েছেন, তার নাদিরার কাছ থেকে অর্থ উদ্ধার করে তা চীনা ব্যক্তির কাছে ফেরত দিয়েছে পুলিশ।
অন্যদিকে নাদিরাকে অন্যের সম্পদ চুরির ফৌজদারি অপরাধের অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছ।
আগামী সোমবার নাদিরা মালিককে কুইন্সের অপরাধ আদালতে হাজির করার দিন ধার্য রয়েছে। সূত্র: ডেইলি নিউজ ও ডেইলি মেইল
মন্তব্য চালু নেই