নিউইয়র্কের প্রথম মুসলিম নারী বিচারক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতো ক্যারোলিন ওয়াকার ডিয়ালো নামে এক মুসলিম নারী বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশিসহ তাকে অভিনন্দন জানানো হয়েছেন প্রবাসী মুসলিম সমাজ।

ক্যারোলিন নিউইয়র্কের সিভিল বিচারক হিসেবে নির্বাচিত হন ক্যারোলিন ওয়াকার ডিয়ালো।

এদিকে গত মঙ্গলবার নির্বাচনে জয়ী হওয়ার পর ব্রুকলিনের মুসলিম অভিবাসীরা রীতিমতো উৎসবে মেতে উঠেন। সবাই তাকে উষ্ণ অভিনন্দন জানান। ব্রুকলিনের একটি রেস্তোরাঁয় তার সম্মানে তাৎক্ষণিকভাবে এক সংবর্ধনারও আয়োজন করা হয়। স্থানীয় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলিম অভিবাসীরা তাকে অভিনন্দন জানাতে সেখানে ভিড় করেন।

স্থানীয় গণমাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় ক্যারোলিন বলেন, প্রথম মুসলিম নারী বিচারক নির্বাচিত হওয়ায় তিনি আনন্দিত।

কৃষ্ণাঙ্গ নারী ক্যারোলিন দীর্ঘদিন ধরে নিউইয়র্কের ব্রুকলিনে বাস করে আসছেন। একই এলাকায় বিপুল সংখ্যক বাংলাদেশিও বাস করছে।



মন্তব্য চালু নেই