নারী নির্যাতনে পাকিস্তান তৃতীয় ও ভারত ৪র্থ স্থানে!
নারী নির্যাতন নিয়ে চমকে দেওয়ার মতো তথ্য সামনে আনলো ব্রিটেনের ওয়েবসাইট ‘দ্য নিউ ইকোনমি ডট কম’। কোন দেশে নারীনির্যাতনের হার কত বেশি, সেটা নিয়ে এক সমীক্ষা শুরু করেছিল তারা।
দেখা গেছে, নারী নির্যাতনে সারা বিশ্বে ৩য় ও স্থান অধিকার করেছে আমাদের প্রতিবেশি দুইদেশ পাকিস্তান ও ভারত। শীর্ষস্থান আফগানিস্তানের।
রিপোর্টে বলা হয়েছে, ভারতে গত ৩০ বছরে গর্ভস্থ সন্তান নষ্টের সংখ্যা কয়েকলক্ষ ছাড়িয়ে গেছে। শহরাঞ্চলেই পাশবিক নির্যাতনের সংখ্যা বেশি। তবে এটাও দাবি করা হয়েছে, গ্রামাঞ্চলে নারী নির্যাতনের অনেক ঘটনাই নথিবদ্ধ করা হয় না। দেশে বাল্যবিবাহও পুরোপুরি নির্মূল হয়নি।
পরিসংখ্যান বলছে, ভারতে প্রতিদিন গড়ে ৬৭০ জন মহিলা শারিরীক হয়রানির শিকার হন! মহিলাদের সঙ্গে অপরাধের ঘটনায় সবচেয়ে এগিয়ে দিল্লি। সারা দেশে যে পরিমাণ নারী নির্যাতনের ঘটনা ঘটে, শুধু দিল্লিতেই তার চেয়ে তিনগুণ বেশি অপরাধ হয়।
তালিকায় শীর্ষস্থানে আছে আফগানিস্তান। আফগান মহিলাদের মধ্যে ৮৭ শতাংশ নিরক্ষর। এদের মধ্যে ৭০ ভাগ মহিলাকে জোর করে বিয়ে দেওয়া হয়। ৫৪ ভাগ মেয়ের বিয়ে হয় মাত্র ১৫-১৯ বছর বয়সে। দ্বিতীয় স্থানে কঙ্গো। তিনে রয়েছে পাকিস্তান। এরপর যথাক্রমে রয়েছে সোমালিয়া, কলম্বিয়া এবং মিশর। অষ্টম, নবম এবং দশম স্থানে কেনিয়া, মেক্সিকো এবং ব্রাজিল।
মন্তব্য চালু নেই