নারী জাগরণ সম্মান পুরস্কারে ভূষিত হলেন মোদীর মা

ভারতের নারী জাগরণ পত্রিকার তরফ থেকে ‘নারী জাগরণ সম্মান-২০১৬’ পুরস্কারে ভূষিত হলেন দেশটির প্রধানমন্ত্রী মাতা হীরাবেন দেবী।

রোববার ওই পত্রিকার তরফ থেকে তাকে এই সম্মানে সম্মানিত করা হয়। দেশটির উত্তর প্রদেশের বারানসীতে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বার্ধক্যজনিত কারণে উপস্থিত থাকতে পারেননি।

তাঁর হয়ে পুরস্কারটি নিয়েছেন নরেন্দ্র মোদীর দাদা সোমাভাই দামোদর দাস মোদী। আয়োজক সংস্থার তরফ থেকে ওই পত্রিকার সম্পাদক অশোক চৌরাসিয়া। পুরস্কার নিয়ে সোমাভাই বলেছেন, “দেশের সকল মায়েদের উদ্দেশ্যে এবং নারী সুরক্ষায় এই সম্মান উৎসর্গ করছি।”



মন্তব্য চালু নেই