নারীদের আর ঘরে বসে থাকার সময় নেই : চুমকি

বর্তমান সরকার জনগণবান্ধব সরকার। এ সরকার নারীদের উন্নয়নে কাজ করছে। তাই আজকের দিনে নারীদের আর ঘরে বসে থাকার সময় নেই। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সবাইকে দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

বৃহস্পতিবার জেলার লৌহজং উপজেলা মাঠে মাতৃত্ব ভাতাভোগী ও অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণকালে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সময়ের সাথে পাল্লা দিয়ে সকলকে এক সাথে দেশের উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে। তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের জন্য সব উন্নয়ন দূর্বার গতিতে এগিয়ে নিয়ে যাবেন। পরে দেড় হাজার নারীদের মাঝে মাতৃত্ব ভাতাভোগী ও অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

লৌহজং উপজেলা চেয়ারম্যান মো. ওসমান গনি তালুকদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সাবেক হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি, অতিরিক্ত জেলার প্রশাসক (রাজস্ব) মো. ফজলে আজীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন, আলহাজ ফকির মো. আব্দুল হামিদ, আলহাজ আব্দুর রশিদ শিকদার, মো. জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান মো. আশরাফ হোসেন খান প্রমুখ।



মন্তব্য চালু নেই