নাবালিকাকে ধর্ষণের পর ধর্ষক ঘটালো ভিন্ন কাণ্ড!

১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে লেকান ড্রামোলা নামের এক ব্যক্তি। লোকটি যে বাড়িতে ভাড়া থাকত সেই বাড়ির মালিকের মেয়েটিকেই এ কাজ করে সে। আর ধর্ষণের পর ধরা পড়ে যায় ৩৪ বছরের লেকান। তারপর তাকে গণধোলাই করা হয়। গোটা এলাকায় তাকে মারতে মারতে নিয়ে যাওয়া হয়।

এরপর ঘরে ফিরে ধর্ষক লেকান এক কাণ্ড করে বসে। সে অপরাধ করা জন্য নিজের গোপনাঙ্গ নিজেই কেটে দেয়। প্রতিবেশী চিত্‍কার শুনতে পেয়ে ছুটে এসে দেখে লেকান স্যুইমিং পুলের ধারে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। গোটা পুলে রক্তে ভেসে যাচ্ছে, তারপাশে রাখা একটা ধারালো ছুরি।

প্রতিবেশীরা জানান, ঘরের মালিক নিজেই লেকানকে হাসপাতালে নিয়ে যান। অপরাধের শাস্তি হিসেবেই লেকান তার গোপনাঙ্গ কেটেছে বলে।



মন্তব্য চালু নেই