নাতনির জন্ম দিলেন ৬১ বছর বয়সী নারী

গর্ভপাতের পর সন্তান জন্মদানের ক্ষমতা হারান ২৭ বছর বয়সী সীতালক্ষ্মী (ছদ্মনাম)। সন্তান ধারণের ক্ষমতা হারালেও চাইছিলেন তার ডিম্বানু নিয়ে কেউ গর্ভধারণ করুক। এমন অবস্থায় এগিয়ে এলেন তার মা। ৬১ বছর বয়সে নিজ গর্ভে জন্ম দিলেন নাতনিকে!

সম্প্রতি ভারতের চেন্নাইয়ে এ ঘটনা ঘটেছে বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত বছরের নভেম্বরে প্রায় আড়াই কেজি ওজনের নাতনিকে জন্ম দেন এক নারী।

ঘটনাটির সূত্রপাত ২০১৩ সালে। ওই বছর বিয়ের পরপরই সন্তান আসে সীতালক্ষ্মীর গর্ভে। তার স্বামী ও তিনি মিলে সিদ্ধান্ত নেন গর্ভপাত ঘটানোর। চেন্নাইয়ের আকাশ ফার্টিলারি সেন্টার ও হাসপাতালে গর্ভপাত ঘটানোর পর সন্তান ধারণের ক্ষমতা হারান সীতা।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ওই দম্পত্তি চাইছিলেন সীতার ডিম্বানু ধারণ করে অন্য কোনো নারী তার গর্ভে সন্তান জন্ম দিক। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তারা কাউকে রাজী করাতে পারছিলেন না।

এ সময় চিকিৎসকরা তাদের আত্মীয়-স্বজনের কাউকে এ কাজের জন্য রাজী করাতে পরামর্শ দেন। অবশেষে সীতার মা এতে রাজী হন এবং নিজ গর্ভে মেয়ের ডিম্বানু নিয়ে নাতনিকে জন্ম দেন। নাতনিকে শুধু জন্মদানই নয়, চারমাস ধরে নিয়মতি দুধপানও করাচ্ছেন তিনি।



মন্তব্য চালু নেই