নাটোরে যুবতীর মস্তকবিহীন লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ার একটি আম বাগানের পাশের গর্ত থেকে বুধবার বিকেলে আনুমানিক ৩০-৩৫ বছর বয়সী এক নারীর মস্তকবিহীন নগ্ন লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য সন্ধ্যার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বুধবার বিকেলে ঝড়ের সময় লোকজন উপজেলার সদর ইউনিয়নের চকপাড়া গ্রামের একটি আম বাগানে আম কুড়াতে গেলে পাশের গর্তে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে বিকেল ৫টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় উপর করে রাখা লাশটি মহিলাদের পড়ার একটি সাদা কালো ম্যাক্সি দিয়ে মাথা থেকে মাজা পর্যন্ত ঢেকে রাখা ছিল। আনুমানিক ৩০-৩৫ বছর বয়সী এই নারীর মাথা কেটে ফেলায় কেউ তাকে চিনতে পারছে না।

ঘটনাস্থল পরিদর্শন শেষে বাগাতিপাড়া থানার ওসি আমিনুর রহমান জানিয়েছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। দূরে কোথাও ধর্ষনের পর তাকে হত্যা করে লাশ এখানে এনে ফেলে রাখা হতে পারে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



মন্তব্য চালু নেই