নাটোরে বালিকাদের মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ সমাপ্ত

নাটোর প্রতিনিধি: নাটোর জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় সদর উপজেলার চন্দ্রকলা এস,আই, উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ কোর্স শনিবার শেষ হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রকোলা এস,আই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ তাজিনা বেগম।

প্রশিক্ষণে কোচের দায়িত্ব পালন করেন সেলিম হোসেন। প্রশিক্ষণ কোর্সে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করে। সমাপনী অনুষ্ঠানে চন্দ্রকোলা এস, আই, উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও তেবারিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওমর আলী প্রধান সভাপতিত্ব করেন।



মন্তব্য চালু নেই