নাটোরে পর্ণো মুভির সিডি রাখার দায়ে চার বিক্রেতা আটক

নাটোরে পর্ণো ছবির সিডি রাখার দায়ে ৪ বিক্রেতাকে গ্রেফতার করছে র্র্যপিড এ্যাকশন ব্যাটেলিয়ান। জেলা শহরের বিভিন্ন স্থানে গতকাল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল পৌর এলাকার ফারহান (২৭) জনি (২৪) অনিমেশ (২৩) সুমন (২২)।

রাজশাহী র্র্যার ৫ এর সিনিয়র এ এস পি গোলাম মির্জা সারোয়ার বলেন, সন্ধা ৭টার দিকে শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেট, পৌর হকাস মার্কেট ও এর আশেপাশে অভিযান চালানো হয়। এ সময় সনিয়া কম্পিউটার, জনি কম্পিউটার, মাত্রি কম্পিউটার, ও মা কম্পিউটার এ অভিযান চালিয়ে বিপুল পরিমান পর্ণো সিডি  ৪ টি কম্পিউটার সহ ৪ জন কে অটক করা হয়।

তিনি আরো জানান, পর্ণোগ্রাফি আইনে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সদর থানায় পাঠানো হয়েছে।



মন্তব্য চালু নেই