নাটোর সংবাদ :

নাটোরে উৎসবের আমেজে চলছে আওয়ামী লীগের জেলা কাউন্সিলের ব্যাপক প্রস্তুতি প্রচারনা

২ ডিসেম্বর মঙ্গলবার নাটোর জেলা আওয়ামী লীগের কাউন্সিল। কাউন্সিল সম্পন্ন করার জন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সারা জেলা জুড়ে রং বেরংয়ের ব্যানার, ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে। বিশেষ করে শহরের প্রধান সড়কের দু’পাশে সবচেয়ে বেশী ব্যানার ফেস্টুন লক্ষ্য করা যাচ্ছে। নাটোর সদরের সংসদ সদস্য যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শিমুলকে এই সম্মেলন কমিটির আহবায়ক এবং নাটোর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী আহাদ আলীকে সমন্বনায়ক করে একটি মুল কমিটি ও একাধিক উপ-কমিটি করা হয়েছে। কাউন্সিল অধিবেশনের জন্য শহরের কানাইখালী স্টেডিয়ামে তৈরি করা হয়েছে বিশাল এক মঞ্চ। সম্মেলনে দুইশ’ ৮৫জন ডেলিগেট হলেও মঞ্চের সামনে এবং দু’পাশে কয়েক হাজার নেতাকর্মী বসার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানের অতিথিদের জন্য অতিরিক্ত আসন রাখা হয়েছে। সভাপতি ও সম্পাদক প্রার্থীরা ডেলিগেটদের বাড়ি বাড়ি গিয়ে আর তাদের অনুগতরা ফেসবুকসহ নানা ভাবে চালাচ্ছে প্রচারনা। ত্রি-বার্ষিক এই সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী মোঃ নাসিম এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ মোঃ আশরাফুল ইসলাম এমপি। এছাড়াও এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল আলম হানিফ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবির নানক এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লেঃ কর্ণেল ফারুক খান (অবঃ) এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, কার্যনির্বাহী সদস্য মোঃ আব্দুর রহমান এমপি, মোঃ আখতারুজ্জামান ও মোঃ মীর্জা আজম এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, কার্যনির্বাহী কমিটির সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি, জাতীয় কমিটির সদস্য সাবেক মন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এমপি এবং নাটোর দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল এমপি। সম্মেলনে সভাপতিত্ব করবেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাজেদুর রহমান খান। এদিকে এবারের কাউন্সিলে নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক পদে কে আসছেন তা নিয়ে আলাপ আলোচনার শেষ নেই। বর্তমান জেলা সভাপতি অ্যাডভোকেট মোঃ সাজেদুর রহমান খান, লালপুর ও বাগাতিপাড়া নিয়ে গঠিত নাটোর-১ আসনের সংসদ সদস্য রাকসুর সাবেক এজিএস অ্যাডভোকেট মোঃ আবুল কালাম আজাদ, বড়াইগ্রাম-গুরুদাসপুর দুই উপজেলা নিয়ে গঠিত নাটোর-৪ আসনের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এবং নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের পক্ষে পোষ্টার ব্যানার লাগানোর পাশাপাশি কর্মীরা এসব নেতাদের পক্ষে গেঞ্জি তৈরী করে বিতরন করছেন। চলছে ফেসবুক প্রচারনাও। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ডেলিগেড জানিয়েছেন, তারা গোপন ভোটের মাধ্যমে আগামী দিনের নেতা নির্বাচন করতে চান। কোন ভাবেই তারা বিনাভোটে কেন্দ্রীয় নেতাদের মুখে ঘোষণা শুনতে চান না। জেলা জুড়েই এই সম্মেলন নিয়ে এখন চলছে নানা আলোচনা ও বিশ্লেষন কে হচ্ছে আগামী দিনের নাটোরের ক্ষমতাসীন দলের শীর্ষ দুই নেতা। কানাইখালী মাঠে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে পাশের আনসার অফিস মাঠে বিকেলে দ্বিতীয় অধিবেশনে ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচন করা হবে।
নাটোরে জাতীয় পার্টির কর্মী সম্মেলনে জাপার কেন্দ্রীয় নেতা সেন্টু
জাতীয় পার্টিকে ভয় দেখিয়ে ৫ জানুয়ারীর নির্বাচনে আনা হয়
নাটোরের সিংড়া উপজেলায় জাতীয় পার্টির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নাটোর জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক এমপি মোঃ মজিবুর রহমান সেন্টু বলেছেন, গত ৫ জানুয়ারীর নির্বাচনে ভয় দেখিয়ে জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে বাধ্য করা হয়েছিল কিন্তু এখন আর ভয় দেখিয়ে কোন লাভ নেই। তিনি বলেন, সংসদে আমরা নামেই শুধু বিরোধী দল, সেখানে আমাদের দলীয় নেতাদের কোন কথাআ বলতে দেয়া হয়না। সিংড়া উপজেলা দলীয় কার্যালয়ে আয়োজিত এই কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ সোলেমান আলী, জেলা যুব সংহতির সভাপতি আব্দুস সাত্তার ও সহ-সভাপতি শাহাদত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জাপা নেতা আনিসুর রহমান ও আবুল কালাম আজাদ। পরে আবুল কালাম আজাদকে সিংড়া পৌর জাতীয় পার্টির আহবায়ক করে সাত সদস্যে বিশিষ্ট পৌর কমিটি গঠণ করা হয়।

নাটোরে গণসচেতনাত সৃষ্টিতে বিআরটিএ’র দু’দিনব্যাপী কর্মসূচি
নাটোরের বড়াইগ্রামে ঘটে যাওয়া স্মরণকালের বৃহত্তম সড়ক দুর্ঘটনার পর গণসচেতনতা সৃষ্টি করতে বিআরটি নাটোরে দু’দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে রোববার, দ্বিতীয় দিন নাটোর রাণী ভবানী রাজবাড়ি চত্বরের আনন্দ ভবনে গাড়ি শতাধিক চালককে দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ এর চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোঃ নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি নাটোরের  পুলিশ সুপার বাসুদেব বণিক। এর আগে শুক্রবার দুর্ঘটনা রোধে গণসচেতনতা সৃষ্টি করতে নাটোর জেলা পরিষদ মিলনায়তন চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে আবারও সেখানে ফিরে এসে এক আলোচনা সভায় মিলিত  হয়।
নাসিম উদ্দীন নাসিম

 

নাটোরে ডায়রিয়ায় আক্রান্ত ২৪জন এখনও হাসপাতালে
নাটোরে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে গত দুইদিনে আধুনিক সদর হাসপাতালে ভর্তি হওয়া ৫০জন রুগীর মধ্যে এখনও ২৪জন হাসপাতালে আছে। অন্যরা সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে। গত ২৪ ঘন্টায় আর নতুন কোন রুগী ভর্তি হতে আসেনি। শনিবার সকাল নাটেরের নাটোর শহরের স্টেশন বড়গাছা, দক্ষিণ বড়গাছা, চেীধুরী বড়গাছা ও উত্তর বড়গাছা মহল্লার বিভিন্ন বয়সের নারী ও শিশু সহ মোট অর্ধশত ব্যাক্তি নাটোর অধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়। একদিনে ডায়রিয়ায় আক্রান্ত এত বেশী সংখ্যক রোগী হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসায় হাসপাতাল কর্তৃপক্ষ বিব্রতকর অবস্থায় পরে গেলে সবাইকেই হাসপাতালে ভর্তি করে নেয়। তাদের বেশীর ভাগ রোগীই সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। হাসপাতালের আরএমও ডাঃ আবুল কালাম আজাদ জানা যারা হাসপাতালে আছে আশা করা হচ্ছে তারাও দ্রুত বাড়ি ফিরে যাবেন বলে আশা করা হচ্ছে। এব্যাপরে নাটোরের সিভিল সার্জন ডাঃ নিলুফার ফেরদৌস জানান, প্রাথমিকভাবে ধরে নেয়া হচ্ছে এটি একটি পানিবাহিত রোগ তাই ঢাকা থেকে নাটোর শহরের বিভিন্ন এলাকার পানি পরীক্ষার জন্য একটি বিশেষ টিম রোববারের মধ্যেই নাটেরে আসবেন পানি পরীক্ষা করতে। রোগের কারণ খুঁজে পাওয়া গেলে তা প্রতিরোধে প্রযোজনীয় ব্যবস্থা নেয়া হবে।



মন্তব্য চালু নেই