নাচতে বাধ্য হলেন ইমামরা (ভিডিও)

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ঘটনা চীনে প্রায়ই ঘটে থাকে। নতুন করে আলচনায় আসল চীন জন্ম দিল নতুন এক বিতর্কের।
পূর্ব চীনের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জিনজিয়াং প্রদেশের ইমামদের রাস্তায় নাচতে বাধ্য করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ইমামদের শপথ করানো হয় যে, তারা কখনও বাচ্চাদের ধর্মশিক্ষা দেবে এবং বলবে প্রার্থনা আত্মার ক্ষতি করে।
রাস্তায় নাচের সঙ্গে সঙ্গে ইমামদের স্লোগান দিতে হয়- আল্লাহ থেকে নয়, আমাদের খাবার আসে সিকেপি থেকে। ইমামদের আরও আদেশ দিয়ে বলা হয়েছে, বাচ্চাদের মসিজদে যাওয়া থেকে বিরত রাখতে হবে এবং প্রার্থনা আত্মার জন্য ক্ষতিকর এটা বোঝানোর পাশাপাশি নাচের প্রতি উৎসাহিত করতে হবে।
উল্লেখ্য, গত ২০১৪ সালের আগস্টে উত্তর জিনজিয়াংয়ের কারামান শহরে যুবকদের দাড়ি রাখা, নারীদের বোরকা ও হিজাব নিষিদ্ধ করে প্রশাসন। গত নভেম্বরে সরকারি কোনো বিল্ডিংয়ে ধর্মীয় অনুশীলন নিষিদ্ধ করে চীনা কর্তৃপক্ষ। একই সঙ্গে নিষিদ্ধ করা হয় ধর্মীয় পোশাক ও সংশ্লিষ্ট কোনো লোগো।
একই বছরের জুলাইতে চীনা পর্যবেক্ষকরা রমজানে রোজা থেকে ছাত্র এবং সরকারি কর্মচারীদের নিষিদ্ধ করে এবং কর্তৃপক্ষ তাদের ধর্মীয় যে কোনো অনুষঙ্গ থেকে বাসিন্দাদের বিরত রাখতে উৎসাহিত করার চেষ্টা চালায়।
সূত্র: ডিফেন্স.পিকে
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=hzV9VyhBZnE
































মন্তব্য চালু নেই