নাইটক্লাবে যাওয়ার জন্যে নিজের তিন বছরের সন্তানকে গাড়িতে ফেলে গেলেন মা

দিলীপ মজুমদার (কলকাতা): নাইট ক্লাবে যাওয়ার জন্যে, ২৪ বছরের এক দক্ষিণ এশিয় মহিলা তাঁর তিন বছরের সন্তানকে গাড়িতে ফেলে চলে যান। ঘটনাটি ঘটেছে আমেরিকার হাউস্টনে। এই অপরাধে তাঁকে গ্রেফতার করে মার্কিন প্রশাসন, পরে দুহাজার মার্কিন ডলারের বিনিময় তাকে মুক্তি দেওয়া হয়।

হ্যারিস কাউন্টি শেরিফের পক্ষ থেকে জানানো হয়েছে, উজমা শেখ নামের এক দক্ষিণ এশিয় মহিলা উত্তর-পূর্বের হ্যারিস কাউন্টিতে তাঁর তিন বছরের বাচ্চাকে নিয়ে একটি নাইট ক্লাবে ঢুকতে যান। সেখানে ঢোকার মুখে ক্লাবের ডেপুটির কাছে বাধা পান তিনি। তারপর কিছুক্ষণ বাদে সেই মহিলা ফের ফিরে আসেন। ডেপুটিকে বলেন, বাচ্চাকে তিনি একজন বন্ধুর কাছে রেখে এসেছেন।কিন্তু এখানেই সন্দেহ হয় ডেপুটির। তারপরই সেই ডেপুটি মহিলার গাড়ির কাছে গিয়ে দেখেন, গাড়ির মধ্যে শিশুটিকে রেখে দিয়ে মহিলাটি আসলে নাইট ক্লাবে ঢুকতে যাচ্ছিলেন।তারপরই মার্কিন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেনসেই ডেপুটি।



মন্তব্য চালু নেই