নাইজেরিয়ায় প্রাদেশিক নির্বাচন শুরু

নাইজেরিয়ায় প্রাদেশিক শাসনকর্তা নির্বাচনের জন্যে ভোটগ্রহণের সকল আয়োজন সম্পন্ন হয়েছে। দেশটির নির্বাচনী প্রক্রিয়ায়- ভোট গ্রহণের চূড়ান্ত ধাপে প্রাদেশিক শাসনকর্তা নির্বাচন সম্পন্ন হয়ে থাকে।

এ নির্বাচনের দুই সপ্তাহ পূর্বে দেশটিতে রাষ্ট্রপ্রধান-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মাদু বুহারি নিরঙ্কুশ সংখ্যাগনিষ্ঠতা পেয়ে রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। শনিবার দেশটির ২৯ প্রদেশে প্রাদেশিক শাসনকর্তা নির্বাচনের এ অনুষ্ঠান সম্পন্ন হবে। প্রাদেশিক আসন সংখ্যা ৩৬।

ধারণা করা হচ্ছে প্রাদেশিক শাসনকর্তা নির্বাচনে প্রবল প্রতিদ্বন্দীতা সৃষ্টি হবে দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর দলীয় নেতাদের মধ্যে। সেয়ানে সেয়ানে লড়াইয়ে অবতীর্ণ হবেন গুডলাক জোনাথনের পিপলস ডেমোক্রেটিক পার্টি এবং বুহারির অল প্রগ্রেসিভ কংগ্রেসের প্রার্থীরা।

পশ্চিম আফ্রিকার দেশগুলোর রাজনীতিতে যে বিশেষ দিকটি সচরাচর পরিলক্ষিত হয়, তা হলো- প্রাদেশিক শাসনকর্তারা ক্ষেত্রবিশেষে কেন্দ্রীয় সরকারের চেয়ে বেশি ক্ষমতা অধিকার করে থাকেন। দেখা যায়, তেলসমৃদ্ধ প্রদেশগুলোর দায়িত্বে যারা থাকেন, আর্থ-রাজনীতিক ক্ষমতার বিচারে কেন্দ্রীয় নেতাদের চেয়ে তাদের দায়িত্ব ও প্রভাব থাকে বেশি।

প্রাদেশিক নির্বাচনী এলাকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা দুটি হলো লাগোস ও রিভার স্টেট। এ প্রদেশ দুটো খনিজ সম্পদে সবচেয়ে সমৃদ্ধ বলে এর নির্বাচনী ফলাফল নাইজেরিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ বাঁকবদলে সক্ষম।



মন্তব্য চালু নেই