নাইজেরিয়ার মাইদুগুরিতে ফের বোকো হারামের হামলা
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বার্নো প্রদেশের সবচেয়ে বড় শহর মাইদুগুরিতে ফের হামলা চালিয়েছে দেশটির জঙ্গি সংগঠন বোকো হারাম। স্থানীয় সময় রোববার ভোরে হামলা শুরু হয়।
গত সপ্তাহ মাইদুগুরি শহরে হামলা চালিয়েছিল বোকো হারাম। কিন্তু সেনাবাহিনীর তৎপরতায় সে চেষ্টা ব্যর্থ হয়ে যায়।
শহরের বাসিন্দারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, স্থানীয় সময় রোববার ভোররাত তিনটার দিকে শহরের রাস্তায় জঙ্গিদের সঙ্গে সেনাদের বন্দুকযুদ্ধ শুরু হয়। স্থানীয় বেসামরিক স্বেচ্ছাসেবী বাহিনীগুলো সেনাদের সাহায্য করছেন।
শহরটির দক্ষিণ প্রান্তে সেনাদের সঙ্গে জঙ্গিদের লড়াই চলছে ।
আদম ক্রেনুবা নামের এক বাসিন্দা বলেছেন, ‘পুরো শহর আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে। বোকো হারাম নিরাপত্তাবাহিনীকে হারিয়ে দিলে কী ঘটবে তা নিয়ে শঙ্কিত হয়ে আছে সবাই।’
নাইজেরিয়ার প্রিমিয়াম টাইমস সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, চারটি অবস্থান থেকে শহরটিতে হামলা চালিয়েছে জঙ্গিরা, শহরটি থেকে ভারী গোলাবর্ষণের শব্দ শোনা যাচ্ছে।
এদিকে, জঙ্গিদের উপর্যুপুরি হামলার ধাক্কায় মাইদুগুরির নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। আতঙ্কিত হয়ে প্রায় লাখখানেক বাসিন্দা ইতিমধ্যে শহরটি ছেড়ে পালিয়ে গেছে। সহায়তা সংস্থাগুলি জানিয়েছে, মাইদুগুরি দখল হয়ে গেলে শহরটিতে বিপর্যয় দেখা দেবে।
মন্তব্য চালু নেই