নরেন্দ্র মোদীর মন্ত্রী তালিকা
দিলিপ মজুমদার, কলকাতা (ভারত):
নরেন্দ্র মোদী-সহ আজ শপথ নিচ্ছেন ৪৫ জন মন্ত্রী, ২৩ জন
পূর্ণ মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী এবং ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন l
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, অর্থ ও প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, রেলমন্ত্রী সদানন্দ গোড়া, অসামরিক বিমান চলাচল মন্ত্রী অশোক গজপতি রাজু, বিদেশপ্রতিমন্ত্রী ভি কে সিংহ, সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী প্রকাশ জাভরেকার, নগরোন্নয়নমন্ত্রী বেঙ্কাইয়া নাইডু, জাহাজ ও ভূতল পরিবহণমন্ত্রী নিতিন গড়কড়ি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ হর্ষবর্ধন, নারী ও শিশুকল্যাণ মেনকা গান্ধী, রবিশঙ্কর প্রসাদকে দেওয়া হয়েছে তিনটি দফতর- আইন, তথ্য সম্প্রচার, টেলিকম l ক্রেতাসুরক্ষা দফতর পাচ্ছেন রামবিলাস পাসওয়ান, খাদ্যপক্রিয়াকরণ হরসিমরত কৌর, মহাকাশ গবেষণা জিতেন্দ্র সিংহ, মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি, কৃষিমন্ত্রী রাধামোহন সিংহ, সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী নাজমা হেপতুল্লা, কয়লা ও বিদ্যুত মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন পীযুষ গোয়েল , গোপিনাথ মুন্ডেকে দেওয়া হতে পারে গ্রামোন্নয়ন দফতর l বানিজ্য দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে নির্মলা সিতারামনকে l
মন্তব্য চালু নেই