নবীগঞ্জে মহিলা ইউপি সদস্যের বাড়িতে ডাকাতের হানা পুলিশি টহল জোরদারের দাবী

ছনি চৌধুরী, (হবিগঞ্জ) নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলায় মহিলা ইউপি সদস্যের বাড়িতে ডাকাত দল হানা দিয়েছে। কিন্তু পরিবারের লোকজন সজাগ থাকায় ঘরে প্রবেশ করলেও দরজা খুলার শব্দ শুনতে পেয়ে সু-চিৎকার করলে দ্রুত অনুমানিক ৫-৬ জনের ডাকাত দল পালিয়ে যায় বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা ।

জানাযায়, রবিবার দিবাগত রাত ১ঃ৩০ মিনিটের দিকে উপজেলার পাহাড়ি অঞ্চল দিনারপুর পরগণার কায়স্থগ্রামে গজনাইপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (৩) সাফিয়া ইয়াছমিন এর বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এসময় দরজা খুলার শব্দ শুনতে পেয়ে সাফিয়া ইয়াছমিন সু-চিৎকার দিলে পরিবারের অন্য সদস্যরা ফিছনের দরজা দিকে এগিয়ে গেলে দ্রুত দৌড়ে পালিয়ে যায় ডাকাত দল ।

অন্যদিকে গ্রাম অঞ্চল হওয়ায় কায়স্থগ্রামে পুলিশের টহল দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছেনা বলে এলাকাবাসী সূত্রে জানাযায় । ইউপি সদস্য সাফিয়া ইয়াছমিন জানান, আমি এবং আমার বড় ছেলে সজাগ ছিলাম হঠাৎ ফিস ফিস আওয়াজ ও আমাদের ঘরের ফিছনের দরজা খুলার শব্দ শুনতে পেয়ে আমি চিৎকার করলে পরিবারের অন্য সদস্যরা উঠে গেলে দ্রুত ডাকাত দল পালিয়ে যায় ।

এলাকাবাসী সূত্রে জানাগেছে কিছুদিন ধরে কায়স্থগ্রাম সহ আশ-পাশ এলাকায় চোর-ডাকাতের হানা দিন দিন বেড়েই চলেছে । ঐতিহ্যবাহী পাহাড়ি অঞ্চল দিনারপুর পরগণার কায়স্থগ্রামে পুলিশি টহল জোরদারের জন্য উপজেলা প্রশাসনের সু-দৃষ্টি কামণা করেছেন এলাকাবাসী ।



মন্তব্য চালু নেই