নববর্ষে জাসাসের গীতিনাট্য উপভোগ করলেন খালেদা জিয়া

নববর্ষে জাসাসের গীতিনাট্য উপভোগ করলেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিউট মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। সমসাময়িক রাজনীতি, পানির অভাবে দেশের বেহাল দশা, রাজনৈতিক সহিংসতা প্রভৃতি ইস্যু নিয়ে ছিল একটি গীতিনাট্য। সোমবার রাত সোয়া ৮টায় খালেদা জিয়া অনুষ্ঠানস্থলে পৌঁছান। তারপরই শুরু হয় মূল অনুষ্ঠান। জাসাস কর্মীদের পরিবেশনায় ঘণ্টাব্যাপী গীতি নাটকটি উপভোগ করেন খালেদা জিয়া। নাটকের মূল পরিকল্পনা করেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার। পরে তিনি বিএনপি চেয়ারপারসনের কাছে তার প্রতিক্রিয়া জানতে চান।
খালেদা জিয়া গীতিনাট্য নিয়ে তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সকলেই উপভোগ করেছি। এই গীতিনাট্যে দেশের চিত্র এবং স্বৈরাচারী সরকারের চরিত্র ফুটে উঠেছে। এগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। দেশ স্বাধীন করেছি। গণতন্ত্র পুণরুদ্ধার করতে হবে। গণতন্ত্র উদ্ধারের জন্য সব সময় জনগণের সঙ্গে আছি এবং থাকবো।’ জাসাস কেন্দ্রীয় সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মনির খানসহ সংগঠনটির কর্মীরা উপস্থিত ছিলেন। নেতাদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, সহ মহিলা বিষয়ক সম্পাদক নূরে আরা সাফা, শিরিন সুলতানা, সহ ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্র দলের সাবেক নেতা শহীদুল ইসলাম বাবুল, আমিরুজ্জামান খান শিমুল, কামরুজ্জামান রতন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন। তবে দলের শীর্ষ নেতাদের অনুষ্ঠানে দেখা যায়নি। অনুষ্ঠানে দর্শক সারিতে বসে খালেদা জিয়া জাসাস কর্মীদের নৃত্য পরিবেশনা উপভোগ করেন।



মন্তব্য চালু নেই