সুখী ও সমৃদ্ধ দেশ কামনা

নববর্ষের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী বর্ষবরণ উপলক্ষ্যে সব বাঙালিকে শুভেচ্ছা জানিয়ে মঙ্গল কামনা করেছেন। দেশে ও প্রবাসে বসবাসরত সব বাঙালিকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সবার মঙ্গল কামনা করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পুরোনো বছরের সব জীর্ণতা ধুয়ে মুছে নতুন বছর শুরু হয়েছে। নতুন বছর সবার মাঝে আনন্দ বয়ে আনবে। সবার জীবন সুখী ও সমৃদ্ধ হয়ে উঠবে- এই কামনা করি।’ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানাতে গেলে তিনি এ কথা বলেন। পহেলা বৈশাখে গণভবনে সর্বস্তরের নাগরিকসহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতদের সঙ্গে মতবিনিময়ের পর তিনি সাংবাদিকদের সামনে এসে বলেন, “নববর্ষ বয়ে আনবে উন্নত জীবনের সম্ভাবনা।” সারাদেশে উৎসবমুখর পরিবেশে বর্ষবরণের অনুষ্ঠাননে সন্তোষ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যতই দিন যাচ্ছে, উৎসবমুখর পরিবেশে, স্বতঃস্ফূর্ত পরিবেশে এই দিনটি পালিত হচ্ছে। নিজে সারাদিন দেশব্যাপী উৎসবের খোঁজখবর নিয়েছেন বলে জানান সরকারপ্রধান। গণভবনের অনুষ্ঠানে ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমদ ও হোসেন তৌফিক ইমাম, সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম ও সাহারা খাতুন, আবুল হাসনাত আবদুল্লাহ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, দীপু মনি ও জাহাঙ্গীর কবির নানক, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল প্রমুখ। আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারাও প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানান। এদের মধ্যে যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুজিবর রহমান চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাওসার, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ এবং সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যতোই দিন যাচ্ছে নববর্ষ উৎসবের ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে দেশব্যাপী। আমরা চাই মানুষ সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে এ উৎসব পালন করুক। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।’ দেশবাসীর পাশাপাশি প্রবাসে অবস্থারত বাঙালিদেরও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।


মন্তব্য চালু নেই