নববর্ষে জন কেরির শুভেচ্ছা

সারা বিশ্বের বিভিন্ন স্থানে বসবাসকারী বাঙালিদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

মঙ্গলবার এক বিবৃতিতে জন কেরি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে বাঙালিদের নতুন বছরের শুভেচ্ছা। নববর্ষ সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। নববর্ষ উদযাপনে বাংলাদেশ, ভারতসহ সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালিদের সঙ্গে আমরাও উদ্বেলিত।’

কেরি বলেন, পয়লা বৈশাখ বাঙালিদের নতুন বছর হিসেবে পরিচিত। আর নববর্ষ হচ্ছে নবযৌবন ও পুনর্মিলনের সময়। পুরোনোকে ভুলে পরিবার ও বন্ধুদের নিয়ে বাঙালিরা সংস্কৃতি ও ঐতিহ্যের উদযাপনের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ী হয় এই দিনে।

কেরি বলেন, বিজ্ঞান, ব্যবসা, জনসেবা, আইন ও চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে হাজারো বাঙালি আমেরিকানদের অবদানের স্বীকৃতি দেওয়ার জন্য পয়লা বৈশাখ একটা সুযোগ।

সবশেষে কেরি বলেন, ‘আমরা আশা ও প্রত্যাশা নিয়ে নতুন বছর শুরু করলাম। শুভ নববর্ষ।’



মন্তব্য চালু নেই