নতুন মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশন
জেফ সেশনকে মার্কিন অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনয়ন দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারি সিনেটেও অনুমোদন পেলেন জেফ। আলাবামা অঙ্গরাজ্যের সিনেটর জেফ সেশনস ৫২-৪৭ ভোটে সিনেটে অ্যাটর্নি জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন। খবর বিবিসির।
তবে এ নিয়ে বেশ বিতর্ক হয়েছে। মানবাধিকার ইস্যুতে তার অতীত রেকর্ডের কথা তুলে বরাবরই আক্রমণ চালিয়েছেন ডেমোক্রেট দলের সদস্যরা।
জেফের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ নিয়ে কথা বলায় ডেমোক্রেট এলিজাবেথ ওয়ারেনকে চুপ করিয়ে দেয়া হয়।
প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তের একটি হচ্ছে জেফের মনোনয়ন। রিপাবলিকানরা তাকে ভোট দিলেও ডেমোক্রেটদের মধ্যে শুধুমাত্র ওয়েস্ট ভার্জিনিয়ার সিনেটর জো মানচিন তার পক্ষে ভোট দিয়েছেন।
মন্তব্য চালু নেই