নতুন কৌশলে দুর্বল হয়েছে জঙ্গি তৎপরতা

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বলেছেন, গোয়েন্দা পুলিশের নতুন নতুন কলা কৌশলে জঙ্গি তৎপরতা অনেক কমে গেছে। তবে কোনো আশঙ্কাকে উড়িয়ে দেয়া হচ্ছে না। সব আশঙ্কা ও হুমকি বিবেচনায় নিয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মলনে এসব কথা বলেন তিনি।

বিপ্লব কুমার সরকার বলেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পহেলা বৈশাখ উপলক্ষে মেলা ও দিনভর নানা অনুষ্ঠান চলবে। এখানকার অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, গত বছরের ন্যায় এবার কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য মাঠে থাকবে সাদা পোষাকে গোয়েন্দা সদস্য। মোতায়েন থাকবে বিপুল সংখ্যক পুলিশ।

পহেলা বৈশাখের উৎসব কেন্দ্রীক কোনো হুমকি রয়েছে কিনা জানতে চাইলে ডিসি বলেন, সে রকম কোনো হুমকি নেই। তবে নিরাপত্তা ব্যবস্থা আমাদের জোড়ালো থাকবে।

এধরণের উৎসব কিংবা দিবসে জঙ্গিবাদী তৎপরতা ইতোপূর্বে দেখা গেছে। এবার সেরকম কোনো আশঙ্কা রয়েছে কিনা জানতে চাইলে বিপ্লব কুমার সরকার বলেন, এবারের বর্ষবরণে রাজধানীর নিরাপত্তা নিয়ে ব্যাপক পরিকল্পনা রয়েছে ডিএমপি`র। নিরাপত্তা নিয়ে নগরবাসীর উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কোনো আশঙ্কাই আমরা উড়িয়ে দিচ্ছি না। আমাদের কলা কৌশল সেভাবেই গ্রহণ করা হয়েছে। আশা করছি কোনো সমস্যা হবে না।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি এসএম জাহাঙ্গীর আলম সরকার, তেজগাঁও বিভাগের এডিসি ওয়াহেদুজ্জামান, হাবিবুন্নবী আনিছুর রশিদ, সহকারী কমিশনার সাত্যকী কবিরাজ ঝুলন, শেরে বাংলা নগর থানার ওসি জি জি বিশ্বাস,ও ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ইন্সপেক্টর সাবু।



মন্তব্য চালু নেই