‘নগ্ন করে নাচিয়ে ছবি তোলে পুলিশ’

পুলিশ হেফাজতে এক যুবককে নগ্ন করে নাচানোর পর ছবি তোলার অভিযোগ উঠেছে।

ভারতের গোয়ার ভাস্কো থানার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন ভুক্তভোগী স্থানীয় যুবক ফার্নান্দে (২১)। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস’র।

সেপ্টেম্বরে ঘটে যাওয়া এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত ফার্নান্দে দুই পুলিশ কমকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে তিনি বলেন, থানা হাজতে তাকে নগ্ন করে নাচতে বাধ্য করা হয়। সেই নাচের ছবি তোলার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দেয়ারও হুমকি দেয়া হয়।

এ ঘটনার পাশাপাশি থানার এক নারী কর্মকর্তা তার চুলও কেটে দেন বলে অভিযোগ করেছেন ফার্নান্দে।

যুবকের বিরুদ্ধে অভিযোগ ছিল সে তার সাবেক প্রেমিকার থেকে ৯ হাজার টাকা ধার নিয়েছিল। সময় মতো তা ফেরাতে না পারায়, তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে প্রেমিকার মা। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন ওই দুই পুলিশ কর্মকর্তা।

তবে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন থানার পুলিশ ইন্সপেক্টর সাগর একোসকার।



মন্তব্য চালু নেই