ধুমধাম করে উদযাপন করা হল ‘অন্তর্বাস’ দিবস ( ভিডিও )

শরীরের প্রতি আপনার প্রীতির স্মারক হয়ে উঠুক অন্তর্বাস।। লজ্জা নয়, হয়ে উঠুক ফ্যাশন স্টেটমেন্ট। তাই গত বুধবার ৫ আগস্ট ধুমধাম করে ‘জাতীয় অন্তর্বাস দিবস’ পালন করল আমেরিকানরা।
গত দু’বছর ধরে এই দিনটি ‘জাতীয় অন্তর্বাস দিবস’ হিসেবে পালন করছেন আমেরিকানদের একটা অংশ। যদিও প্রাতিষ্ঠানিক ভাবে এইদিনটি কোনও স্বীকৃতি পাইনি, কিন্তু ক্রমেই বিপুল জনপ্রিয় হয়ে উঠেছে বিষয়টি। এইদিন প্রায় আটশো মানুষ শুধু অন্তর্বাসেই জমায়েত হয়েছিলেন রাস্তায়।
বয়স বাধ সাধে না, মন যদি হয় রঙিন। তাইতো যুবক-যুবতীর সঙ্গে এইদিন অন্তর্বাসে হাজির ছিলেন বয়স্করাও। তবে শুধু বোঝদাররা নয়, নিজের অজান্তে এই দিনটি পালন করেছে একটি ছোট্ট বাচ্চাও। বাবা-মায়ের সঙ্গে ট্রলি করে অন্তর্বাসে সামিল সেও। নাচে-গানে-আনন্দে এইদিন ওয়াশিংটনের রাস্তা ছিল জমজমাট। তবে কোথাও ছিল না খারাপ কোন চোখের চাহনি। পুরো ব্যাপারটাই ছিল সাবলীল।
মন্তব্য চালু নেই