ধামরাইয়ের বংশী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
টিপু সুলতান (রবিন), সাভার প্রতিনিধি : ধামরাইয়ে ইসলামপুরের বংশী নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
বুধবার সকাল দশটার দিকে বংশী নদীর র্ইসলামপুর বালুরঘাট থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, সকালের দিকে স্থানীয়রা বংশী নদীর ধামরাইয়ের ইসলামপুর বালুর ঘাটে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ ভেসে থাকতে দেখতে পায়। পরে স্থানীয়রা বিষয়টি ধামরাই থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবং পরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাত পরিচয়ের ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে। এছাড়া তিনি আরও জানান, নিহতের পরনে বাদামি রংয়ের থ্রী কোয়াটারের প্যান্ট ও নীল লংয়ের শার্ট পরিহিত ছিলো।
মন্তব্য চালু নেই