ধামইরহাট সীমান্তে অপহ্নত স্কুল ছাত্র উদ্ধার

নওগাঁ শহর থেকে অপহরণের ৩৬ ঘন্টা পর ভারতে পাচারের সময় জেলার ধামইরহাট সীমান্তে ফজলে রাব্বী (১৪) নামে এক স্কুল ছাত্রকে উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তাকে উদ্ধার করা হয়।রাত ৮টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

উদ্ধারকৃত ফজলে রাব্বী নওগাঁ সদর উপজেলার আদম দূর্গাপুর গ্রামের বাসিন্দা দুবাই প্রবাসী আলাউদ্দিনের ছেলে। সে ফতেপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র।

১৪ বিজিবির (পত্নীতলা) কমান্ডিং অফিসার (সিও) রফিকুল জানান, সোমবার সকালে স্কুলে যাবার পথে রাব্বীকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। এরপর মঙ্গবার সন্ধ্যায় ৫/৬ জন অপহরণকারী রাব্বীকে ধামইরহাটের চক ইসলাম সীমান্ত দিয়ে ভারতে পাচার করছিলেন। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা রাব্বীকে ফেলে রেখে পালিয়ে যায়।

সীমান্তের ২৬৬ নম্বর পিলার এলাকা থেকে রাব্বীকে অসুস্থ্য অবস্থায় উদ্ধার করা হয়। তিনি জানান, সন্ধ্যায় পত্নীতলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাথমিক চিকিৎসা শেষে মা সুরমি খাতুন ও চাচা আকবর হোসেনের কাছে রাব্বীকে হস্তান্তর করা হয়।



মন্তব্য চালু নেই