ধর্ষিত হয়েছিলেন দ. আফ্রিকান প্রেসিডেন্টের স্ত্রী

দুষ্কৃতকারীরা তার স্ত্রীকে ধর্ষণ করেছিল বলে চাঞ্চল্যকর দাবি করলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা৷ সোমবার জোহার্নেসবার্গে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা স্বীকার করেন।
তিনি বলেন, ‘আমার ও আমার পরিবারের সদস্যদের নিরাপত্তার প্রয়োজন নেই বলে যারা মনে করছেন, তাদের জানিয়ে রাখি ১৯৯৮ সালে আমার স্ত্রী ধর্ষিতা হন৷ যদিও দোষীরা সাজা পেয়েছে৷’
অবশ্য জ্যাকব জুমার চার স্ত্রীর মধ্যে কোনজন ধর্ষিত হয়েছিল জানাননি তিনি।
উল্লেখ্য, আগামী ৭ মে দক্ষিণ আফ্রিকায় সাধারণ নির্বাচন৷ জ্যাকব জুমার বিরুদ্ধে বিরোধীরা বলছে, তিনি জনকল্যাণ তহবিল থেকে টাকা নিয়ে নিজের ফার্ম হাউজটিকে বিলাসবহুল বানিয়েছেন৷ তার ফার্ম হাউজটি সংস্কারে খরচ হয়েছিল ২ কোটি ৩০ লক্ষ মার্কিন ডলার৷ ফার্ম হাউজটিতে হেলিপ্যাড, ব্যক্তিগত হাসপাতাল ও একটি অ্যাম্ফিথিয়েটারও রয়েছে৷
অবশ্য জুমার দাবি, ফার্ম হাউজের সংস্কার তার নিরাপত্তা আঁটসাট করার প্রক্রিয়ার একটি অংশ৷ তবে নির্বাচনে বিরোধীদের আনা অভিযোগ জুমাকে বেগ দবে বলেই মনে করা হচ্ছে৷



মন্তব্য চালু নেই