ধর্ষক সন্যাসী ভারতের শিশুপাঠ্যে!
নৈতিকতা সংক্রান্ত শিশুপাঠ্যে অন্যান্য মহান ভারতীয় সন্যাসী, সন্ত ও ধর্মগুরুদের সাথে স্থান পেয়েছেন এক ধর্ষক সন্যাসীও। এ নিয়ে দিল্লিতে তোলপাড় চলছে। সমালোচনায় ফেটে পড়েছে ভারতবাসী।
রাজস্থান রাজ্যের যোধপুরের বিভিন্ন স্কুলে তৃতীয় শ্রেণীর পাঠ্য ‘ন্যায় উজালা’ বইয়ের ৪০ নম্বর পাতায় স্বঘোষিত ঈশ্বর (গডম্যান) আশারাম বাপুকে ‘মহান সন্ত’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে গুরু নানক, মাদার টেরেসা এবং রামকৃষ্ণ পরমহংসর মতো ব্যক্তিত্বদের সঙ্গে স্থান হয়েছে এই ধর্ষক সন্যাসীর।
একটি ভারতীয় সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য দেয়া হয়েছে।
ওই বইয়ের মুখবন্ধে এনসিইআরটি’র নির্দেশিকা অনুসরণ করার দাবি করা হয়েছে। এই বিতর্কিত বইয়ের প্রকাশক দিল্লির গুরুকূল প্রকাশন।
যোধপুরের শিক্ষা বিভাগ অবশ্য এ বিষয়ে কিছুই জানা নেই বলে দাবি করেছে। যোধপুর জেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না।
উল্লেখ্য, ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে জেলে রয়েছে ধর্ষণে অভিযুক্ত আশারাম বাপু। একই অভিযোগে কারাবন্দি তার ছেলে নারায়ন সাঁই।
মন্তব্য চালু নেই