দ. কোরিয়ার প্রেসিডেন্ট বরখাস্তের পর বিক্ষোভে নিহত ২
দুর্নীতির অভিযোগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুয়েন হাইকে বরখাস্তের পর বিক্ষোভে অংশ নেয়া দু’জন নিহত হয়েছেন। পার্ক বরখাস্ত হওয়ার পর শুক্রবার রাজধানী সিওলে বিক্ষোভে অংশ নেয় তার সমর্থকরা।
পার্ককে অভিশংসনে পার্লামেন্টের সিদ্ধান্ত বহাল রেখেছে দেশটির সাংবিধানিক আদালত। ওই রায়ের পর পার্কের সমর্থকরা পুলিশের বাধা পেরিয়ে আদালত প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করে। সেসময় সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়।
অস্থায়ী প্রেসিডেন্ট হুয়াং কিয়ো আহন এক বিবৃতিতে জানিয়েছেন, সিওলে বিক্ষোভে অংশ নেয়া বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে বিক্ষোভে নিহত হওয়া বিক্ষোভকারীদের বিষয়ে ওই বিবৃতিতে কিছু জানানো হয়নি।
তবে পার্ক বরখাস্ত হওয়ায় আনন্দ প্রকাশ করছেন অনেকেই। তারা রাজপথে নেমে আনন্দ মিছিল করেছেন।
মন্তব্য চালু নেই