দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের ৭০ বছর উদযাপন করছে রাশিয়া

দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয়ের ৭০ বছর পূর্তিতে বিশাল আয়োজন করেছে রাশিয়া। দেশটির রাজধানী মস্কোয় এ যাবৎ কালের সবচেয়ে বড় সামরিক প্যারেড প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

শনিবার হাজার হাজার সেনা মস্কোর রেড স্কয়ারে প্যারেড প্রদর্শনীতে অংশ নিচ্ছে। সেই সঙ্গে সর্বাধুনিক ও উচ্চ প্রযুক্তির সামরিক অস্ত্রশস্ত্র প্যারেড ময়দানে প্রদর্শন করা হবে।

বিবিসি অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

তবে রাশিয়ার এই বিশাল সামরিক কর্মযজ্ঞে অংশ নিচ্ছে না পরাশক্তির পশ্চিমা দেশগুলো। ইউক্রেন সংকটের জন্য রাশিয়াকে দায়ী করে এই প্যারেড প্রদর্শনীতে অংশ নেওয়া থেকে বিরত থাকছে তারা। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের অভিযোগ, ইউক্রেনের সরকারবিরোধী বিদ্রোহীদের অস্ত্র দিয়ে সাহায্য করছে রাশিয়া। এই অভিযোগে রাশিয়ার ওপর কয়েক দফায় নিষেধাজ্ঞা আরোপ করেছ ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। কিন্তু পশ্চিমাদের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়া।

এদিকে বিশ্বের অন্য ২০ দেশের নেতারা রাশিয়ার প্যারেড প্রদর্শনীতে অংশ নিচ্ছেন। রাশিয়ার স্থানীয় সময় শনিবার সকাল ১০টায় প্যারেড প্রদর্শনী শুরু হবে।

রাশিয়ার সব সামরিক ইউনিট থেকে সেনারা প্যারেডে অংশ নেবেন। তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সেনাপোশাক পরে কর্মসূচিতে যোগ দিচ্ছেন। প্যারেড প্রাঙ্গণের ওপর দিয়ে ১০০টি যুদ্ধবিমান মহড়া দেবে।



মন্তব্য চালু নেই