দ্বিতীয় জঙ্গির নাম জানালো ফ্রান্স

ফরাসি সরকার আইএস জঙ্গিগোষ্ঠীতে নাম লেখানো তার দ্বিতীয় নাগরিকের নাম প্রকাশ করেছে। ভিডিও ছবি দেখে ওই নাম প্রকাশ করা হয়। এই জঙ্গির নাম মাইকেল ডস সান্টোস। বয়স ২২।

বিবিসির খবরে বলা হয়েছে, প্যারিসের পূর্বাঞ্চলের শহরতলীতে থাকতেন তিনি। এর আগে ফরাসি সরকার আইএসে নামে লেখানো তার দেশের প্রথম নাগরিক ম্যাক্সিম হকার্ডের নাম প্রকাশ করে। তারা দুইজনেই ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছেন।

একই ভিডিওতে মার্কিন জিম্মি আব্দুল রহমান ক্যাসিং-এর খণ্ডিত মাথার ছবিও দেখানো হয়েছে।

ধারনা করা হচ্ছে, প্রায় ১ হাজার ফরাসি জিহাদী সিরিয়া ও ইরাকে আইএসে যোগ দিয়েছে।

প্যারিসে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠকের পর ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভ্যালস বলেন, প্রায় ৫০ জনের মতো ফরাসি নাগরিক সিরিয়ায় কোয়ালিশন বাহিনীর হামলায় নিহত হয়েছে।

তিনি বলেন, ‘ দুঃখের সঙ্গেই বলতে হচ্ছে, ইরাক এবং সিরিয়ায় চালানো বর্বরতায় ফরাসি নাগরিকরাও যে অংশ নিয়েছে তা শুনে আমরা অবাক হইনি।’

এদিকে আরেকটি নতুন ভিডিও এসে পৌঁছেছে ফরাসি সরকারের হাতে। তাতে দেখা গেছে, বন্দুকধারীরা তিন ফরাসি মুসলিম নাগরিকের পাসপোর্ট পোড়াচ্ছে। তারা তাদের ফরাসী সরকারের পক্ষ ত্যাগ করে আইএসে যোগ দিয়ে ‘আল্লাহর শত্রুদের ওপর হামলা’ চালানোর আহ্বান জানাচ্ছে।

তবে এই ভিডিওটি কোথায় তৈরি করা হয়েছে তা এখনও পরিস্কার নয়। আইএস-এর মিডিয়া ইউনিট আল-হায়াত ওই ভিডিওটি প্রকাশ করেছে।



মন্তব্য চালু নেই