দোভাষীর অভাবে দু’নেতার ৩ মিনিট কথা বন্ধ!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আবু ধাবির যুবরাজ মহম্মদ জায়েগ আল নাহান দুই নেতা গত বুধবার এক সাথে বসেছিলেন। আর তখন ভারতের হায়দারাবাদ হাউসে ছিল নিরাপত্তার কড়াকড়ি। সে কারণেই নিরাপত্তা বেষ্টনীতে আটকে পড়লেন দোভাষী। ফলে প্রায় তিন মিনিট কোন কথা হয়নি মোদি এবং আল নাহানের।

জানা যায়, সেদিন শুরুতে বক্তৃতা রাখেন প্রধানমন্ত্রী। কিন্তু তারপরেই যখন মহম্মদ জায়েগ কথা বলা শুরু করেন, উপস্থিত প্রত্যেকে হতভম্ব হয়ে যান। কারণ আবু ধাবির যুবরাজ আরবী ভাষায় কথা বলছিলেন। দোভাষী না থাকায় মোদি-সহ উপস্থিত অনেকেরই সেটা বুঝতে অসুবিধা হয়। তাই কথোপকথন বন্ধ থাকে প্রায় তিন মিনিট। দেখা যায়, ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলিও হেডফোনে কথা বোঝার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে জানা যায়, ঠিক সময় দোভাষী উপস্থিত না হতে পারার কারণেই এই বিপত্তি। চলতি বছর ভারতের গণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রিন্স মহম্মদ জায়েগ আল নাহান। সেদিন যুবরাজকে বিমানবন্দরে আনতে যান খোদ মোদি। পরে তাদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনাও হয়। এদিকে আরবের সঙ্গে ১৩ টি চুক্তিও সই করেছে ভারত। সূত্র: আজকাল।



মন্তব্য চালু নেই