দেশে ফিরতে চান মালালা

শান্তিতে নোবেলজয়ী নারী অধিকার আন্দোলনকর্মী সোয়াতকন্যা মালালা ইউসুফজাই দেশে ফিরতে চান। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কাছে তিনি এই ইচ্ছার কথা প্রকাশ করেছেন।

ডন অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

নরওয়ের রাজধানী অসলোতে বুধবার নওয়াজ শরিফ ও মালালা বৈঠক করেন। দুজনের মধ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক কোনো বৈঠক। এ দিন অসলোতে জাতিসংঘ আয়োজিত শিক্ষা সম্মেলনে যোগ দেন তারা।

১৮ বছর বয়সি মালালা সাংবাদিকদের বলেন, ‘নওয়াজ শরিফ কথা দিয়েছেন, পাকিস্তানে যেতে চাইলে সরকার তাকে সমর্থন করবে।’

মালালা বলেন, ‘আমার দেশ আমার জন্য সব সময়ই আছে। আমি মনে করি, একজন পাকিস্তানি হিসেবে আমার দায়িত্ব দেশে ফিরে যাওয়া, দেশের মানুষের জন্য কাজ করা।’

বৈঠকের সময় মালালার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই পাশে ছিলেন। এ ছাড়া নওয়াজ শরিফের সফরসঙ্গীরাও ছিলেন।

পাকিস্তানের শিক্ষাব্যবস্থা, শিশুশ্রম ও বাল্যবিবাহ নিয়ে বৈঠকে আলোচনা হয়। নারীশিক্ষা প্রসারে সরকারকে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান মালালা।

মামলার সঙ্গে নওয়াজ শরিফের বৈঠকের একটি ছবি টুইটার পেজে প্রকাশ করে প্রধানমন্ত্রীর কার্যালয়।

২০১৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে মালালার সঙ্গে পার্শ্ববৈঠক করেন নওয়াজ শরিফ। কিন্তু অসলোর বৈঠক তাদের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক।



মন্তব্য চালু নেই