দেশের সীমানা পেরিয়ে শিরোনামে হ্যাপি-রুবেল
হ্যাপি-রুবেল আলোচনা এখন আর বাংলাদেশের মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। বিশ্ব সংবাদমাধ্যমগুলোর আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।
হ্যাপির দায়ের করা মামলায় ৪ সপ্তাহের জামিনে থাকার পর, সম্প্রতি আদালত রুবেলকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এদিকে বিশ্বকাপ ক্রিকেট দলে থাকায় এই ক্রিকেটারের বিষয়টি আন্তজার্তিক গণমাধ্যমে ঝড় তুলেছে।
বিবিসি এ খবরটি নানা দৃষ্টিভঙ্গি থেকে প্রচার করেছে। আসন্ন ২০১৫ বিশ্বকাপের অন্যতম আয়োজক নিউজিল্যান্ডের একটি ওয়েব পোর্টাল গুরুত্ব সহকারে হ্যাপি-রুবেলের সংবাদ প্রকাশ করছে। মধ্যপ্রাচ্যের জনপ্রিয় ইংরেজি দৈনিক গালফ নিউজের শিরোনামেও উঠে এসেছে হ্যাপি-রুবেল।
এ ছাড়া ভারতের শীর্ষ সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস, ইন্ডিয়া টুডে, এনডিটিভি সহ আন্তর্জাতিক অঙ্গনের আরো সংবাদমাধ্যম হ্যাপি কান্ডে রুবেল গ্রেপ্তারের খবরটি ফলাও করে প্রচার করেছে।
গত ডিসেম্বরে ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে নবাগত চলচ্চিত্র অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি ধর্ষনের মামলা দায়ের করেন রাজধানীর মিরপুর থানায়। এ মামলায় সম্প্রতি বিশ্বকাপ দলে থাকা রুবেলকে আদালত জেল হাজতে পাঠালে অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি ও ক্রিকেটার রুবেল দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরের শিরোনাম হয়ে উঠেন।
মন্তব্য চালু নেই