বিশ্বনেতাদের প্রতি বান কি মুন :
দেশের সম্পদ লুন্ঠন ও সমালোচকদের বন্দি করবেন না
দেশে দেশে গণতন্ত্রকে কার্যকর রূপ দিতে বিশ্বের রাষ্ট্র ও সরকার প্রধানদের যথাযথ ভূমিকা প্রত্যাশা করেছেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব বান বি মুন। মঙ্গলবার জাতিসংঘের ৭১তম অধিবেশনের সাধারণ বিতর্ক পর্বের উদ্বোধনী ভাষণে বান কি মুন বিশ্বনেতাদের জনসেবা, আর্থিক স্বচ্ছতা এবং বিরোধীদের মত প্রকাশের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। মহাসচিব হিসেবে সাধারণ পরিষদে এটাই তার শেষ ভাষণ।
অধিবেশনে বার্ষিক রিপোর্ট উপস্থাপন করতে গিয়ে মুন রাষ্ট্র ও সরকারপ্রধানদের উদ্দেশে বলেন, ‘সবার প্রতি আমার বার্তা স্পষ্ট। জনগণের সেবা করুন। গণতন্ত্রকে ধ্বংস করবেন না, দেশের সম্পদ লুন্ঠন করবেন না, সমালোচকদের বন্দী করবেন না। তাদের নির্যাতন করবেন না।’
এসময় তিনি সদস্য দেশগুলোর জাতীয় নেতাদের উদ্দেশে আরও বলেন, ‘সদস্য দেশগুলোর ক্ষমতাসীন নেতাদের বোঝা উচিত তারা যে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এটি ওই সকল দেশের মানুষের আস্থার প্রতিফলন। এই পদ তাদের ব্যক্তিগত সম্পদ নয়।’
বক্তব্যের সারাংশে বানি কি মুন বলেন, ‘একটি উপযুক্ত বিশ্ব নির্মাণে এখনও অনেক দেরি। তবে এই লক্ষ্য অর্জনের পথে আমার এগিয়ে যাচ্ছি। দশ বছরে আমি বুঝেছি একত্রে কাজ করলে, ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমরা সেখানে পৌঁছাতে পারবো।’
মন্তব্য চালু নেই