দেশের প্রত্যন্ত এলাকা আসছে অপটিক্যাল ফাইবারের আওতায়

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, শিগগিরই বাংলাদেশের প্রত্যন্ত এলাকা অপটিক্যাল ফাইবারের আওতায় আনা হবে। আর এজন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় দ্রুত কাজ করে যাচ্ছে।

শুক্রবার বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রতিভা অন্বেষণে কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে চার দিনব্যাপী আবাসিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

২০১৭ সালের মধ্যে দেশে বঙ্গবন্ধু স্যাটেলাইট চালু করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী হবিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক চেমন আরা, সাবেক সংসদ সদস্য ও জয়পুরহাট জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহাফুজা মন্ডল, সাবেক সংসদ সদস্য ফরিদা আক্তার হিরা, জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল প্রমুখ।



মন্তব্য চালু নেই