পুরোহিত হত্যা: তিন আসামি ১৮ দিনের রিমান্ডে

পঞ্চগড়ের দেবীগঞ্জে পুরোহিত হত্যার হোতাসহ তিন আসামিকে দুই মামলায় ১৮ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

শনিবার দুপুর ১টার দিকে দেবীগঞ্জ আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মার্জিয়া খাতুন এ আদেশ দেন।

দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ও দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আউয়ুব আলী আসামিদের ২০ দিন করে রিমান্ড আবেদন করেন। এ সময় আদালত তিনজনের প্রত্যেককে হত্যা মামলায় ১০ দিন, বিস্ফোরক মামলায় ৮ দিন করে রিমান্ডের আদেশ দেন।

আদালতে সরকারপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আমিনুর রহমান।

উল্লেখ্য, পুরোহিত হত্যা ঘটনায় নিহতের বড় ভাই রবীন্দ্রনাথ একটি হত্যা মামলা করেন। অন্যদিকে পুলিশ অস্ত্র ও বিস্ফোরক আইনে অপর একটি মামলা করে।

রোববার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শ্রীশ্রী সন্ত গৌড়ীয় মঠের প্রধান পুরোহিত ও অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পরে সাইট ইনটেলিজেন্স গ্রুপ জানায়, পুরোহিত যজ্ঞেশ্বর রায়ের হত্যার দায় স্বীকার করেছে আইএস। কিন্তু সাইট ইনটেলিজেন্স গ্রুপের দাবির বিষয়ে বাংলাদেশ সরকারের দ্বিমত আছে।



মন্তব্য চালু নেই