দেবী কালীকে নিয়ে পোস্ট দিয়ে বিপাকে কেটি পেরি
ইনস্টাগ্রামে হিন্দু দেবী কালীর ছবি পোস্ট করে ভারতীয়দের তীব্র তোপের মুখে পড়েছেন পপ তারকা কেটি পেরি।
বৃহস্পতিবার নিজের অ্যাকাউন্ট থেকে তিনি ওই ছবিটি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘মাই কারেন্ট মুড।’খবর বিবিসি বাংলার।
পোস্ট করার পর ছবিটিতে প্রায় ১১ হাজার মানুষ মন্তব্য করেছেন। তাদের বেশিরভাগই ভারতীয়।
তারা ওই রকমভাবে কালীর ছবি পোস্ট করার জন্য তীব্র ভাষায় আক্রমণ করেছেন কেটি পেরিকে। অনেকেই ছবিটি ডিলিট বা মুছে দেয়ার জন্য তার প্রতি আহ্বান জানিয়েছেন।
অনেকেই প্রশ্ন তুলেছেন, কেটি পেরি আদৌ জানেন কিনা, তিনি কার ছবি ব্যবহার করেছেন?
ভারতীয়দের অনেকে তার বিরুদ্ধে হিন্দুদের এই দেবীকে অবমাননার অভিযোগ তুলেছেন।
তবে এসবের কোন জবাব এখনো কেটি পেরি দেননি। কালীকে হিন্দু সম্প্রদায়ের লোকেরা ধ্বংসের দেবী বলে মনে করে।
ভারতীয়দের সংবেদনশীলতায় আঘাত দেয়ার কারণে এর আগেও অনেক তারকা একই রকম সমালোচনার শিকার হয়েছেন।
মন্তব্য চালু নেই