দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে নগদ টাকা ও হুইল চেয়ার প্রদান

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ রুহুল হক এমপি বলেছেন, প্রতিবন্ধীরাও মানুষ, তাদেরও দেশের সেবা করার অধিকার আছে। কিন্তু সেই অধিকার যেন তারা বাস্তবে পায়, সেজন্য আমাদের কাজ করতে হবে। তিনি বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজের বোঝা নয়, তারা আমাদের সম্পদ। আর সেইজন্য তাদেরকে তাদের যোগ্যতা প্রমান ও দেশের কল্যানে কাজ করার সুযোগ আমাদেরকে তৈরী করে দিতে হবে। তিনি বৃহষ্পতিবার সকাল ১১ টায় দেবহাটা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার প্রতিবন্ধীদের মাঝে নগদ টাকা ও হুইল চেয়ার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখাকালে উপরোক্ত কথাগুলো বলেন। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আনম তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন। অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন্নাহার। শেষে উপজেলার ২২ জন প্রতিবন্ধীকে নগদ ১ হাজার করে টাকা ও ৭ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়। এসময় সরকারী কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই